একটি সতর্কতা মূলক বার্তা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ মুজিবুল হক ২১ আগস্ট, ২০১৮, ০৪:৩৯:১৬ বিকাল

ঈদ মোবারক

আগামীকাল পবিত্র ঈদুল আজহা

ইতিমধ্যে আমরা কারা কোরবানী দেবো তারা প্রায় সবাই যার যার সামর্থ অনুযায়ী কোরবানীর পশু খরিদ করেছি, আর যারা এখনো কোরবানীর পশু খরিদ করেননি তারা আজকের মধ্যেই খরিদ করবেন ইনশাআল্লাহ্ ...

কোরবানী করা হয় মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের সন্তুষ্টির জন্য, আমরা মুসলমানরা যার যার সাধ্যমত কোরবানী দিয়ে মহান আল্লাহকে খুশি করার চেষ্টা করি, কার কোরবানীর পশু কত বড় হলো অথবা কত দামী হলো তা মহান আল্লাহর কাছে বিবেচিত নয় বরং মনের পশুকে কোরবানী দেয়াকেই আল্লাহর কাছে অধিক পছন্দ ..

আমরা যারা কোরবানীর পশু ক্রয় করেছি হাট হতে গরু আনা হতে শুরু করে ঘরে নিয়ে আসা পর্যন্ত এবং ঘরে আনার পর কোরবানীর পূর্বমুহূর্ত পর্যন্ত শিশু, কিশোর, তরুন, যুবক এমনকি পরিবারের সবচেয়ে প্রবীন সদস্যও কোরবানীর পশুর যত্নে নাওয়া খাওয়া ভুলে সেবায় মত্ত থাকি, এই বিষয়টিও মহান আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ..

এখন তথ্য প্রযুক্তির যুগ, হাট হতে গরু আনা হতে শুরু করে ঘরে নিয়ে আসা পর্যন্ত এবং ঘরে আনার পর কোরবানীর পূর্বমুহূর্ত পর্যন্ত কোরবানীর পশুর ছবি/ভিডিও তুলে আমরা ফেসবুক, টুইটার, ইনষ্টাগ্রাম অথবা বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেই .. এটি অনুচিত বিষয় হলেও যুগ অথবা সময়ের বিবর্তনে মেনে নেয়া যায় , তবে

সতর্কবাণী হচ্ছে আপনার প্রিয় পশুকে কোরবানী দেয়ার পূর্বমুহূর্ত হতে কোরবানী দেয়ার সময় ও কোরবানীর শেষ পর্যন্ত ছবি ভিডিও করা হতে এবং যেকোন মাধ্যমে শেয়ার করা হতে বিরত থাকুন..

একটি বিষয় মনে রাখবেন কোরবানী শুধুমাত্রই আল্লাহর জন্য, আপনি যদি নিজেকে জাহির, আত্মপ্রচার অথবা দাম্ভিকতা দেখানোর জন্য এই প্রচার অথবা প্রকাশে তৃপ্ত হন তাহলে আপনার কোরবানীর সওয়াব আল্লাহর নিকট পৌঁছাবে না আপনার সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে, কারন লোকদেখানো বা প্রদর্শন আল্লাহ মোটেই পছন্দ করেননা.. গত জুমাতে প্রায় সকল মসজিদে সম্মানিত খতিবগন খুতবা পূর্ববর্তী বয়ানে এই সতর্কবার্তা পুনরায় মনে করে দিয়েছেন ..

আপনি নিশ্চয়ই অবগত আছেন কোরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই মহান আল্লাহ্ আপনার কোরবানী কবুল করে নেন সেহেতু এত বড় সওয়াব এড়িয়ে আপনি কেন প্রচারে ব্যস্ত থাকবেন . সুতরাং এসব কাজ হতে বিরত থাকুন ..

নির্দিষ্টস্থানে পশু জবাই করুন এবং নাড়িভুঁড়ি মাটিতে পুঁতে ফেলুন .

ধন্যবাদ ....

বিষয়: বিবিধ

৫৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385798
২১ আগস্ট ২০১৮ রাত ১০:০৬
শেখের পোলা লিখেছেন : সবার আগে মনে রাখতে হবে, লানতানালুল বির্রা হাত্তা তুনফিকু মি্মমা তুহিব্বুন। যার উপর আপনার মায়া মহব্বতের লেশমাত্র নাই তা কোরবাণী দিয়ে গোশ্ত খাওয়া ও খাওয়ানোর উপকার হবে, কবোরবাণী হবে কিনা জানিনা। মাফ করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File